লিবিয়ার বন্দিদশা থেকে দেশে ফিরছেন ১৬০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৯:৩৯ এএম | আপডেট: ২৬ মে ২০২২, ০৯:৪১ এএম

আটকের পর অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়ার ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

আটকের পর অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়ার ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

লিবিয়ার ভূমধ্যসাগর থেকে আটক হওয়া পাঁচ শতাধিক বাংলাদেশির মধ্যে ১৬০ জন দেশে ফিরছেন। আজ বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা দেশে পৌঁছবেন।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস গতকাল বুধবার (২৫ মে) রাতে এক বার্তার মাধ্যমে এ কথা জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট স্থানীয় সময় গতকাল বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার উদ্দেশে তারা যাত্রা করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বার্তায় আরো বলা হয়েছে, দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার পর লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকদের মধ্য হতে ১৬০ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে পাঠানো সম্ভব হয়েছে।

অবশিষ্ট বাংলাদেশিদেরও দ্রুত সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসন করার জন্য দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে বার্তায় বলা হয়েছে।

এর আগে দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের পর লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করা হয় এবং তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh