দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের

আশিক বিন রহিম, চাঁদপুর

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৩:২৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইলিশের রাজধানী চাঁদপুরের পদ্মা- মেঘনায় ভরা মৌসুমেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আশায় বুক বেঁধে জাল- নৌকা নিয়ে নদীতে নামলেও শূন্য হাতে হতাশা নিয়ে ফিরছেন তারা। 

চাহিদা অনুযায়ী, আমদানি না থাকায় চাঁদপুর বড় স্টেশন মাছঘাটেও নেই কোনো প্রাণচাঞ্চলতা। 

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জেলে রতমউল্লা গাজী, বাচ্চু মিয়া ও ফারুক দেওয়ান জানান, নিষেধাজ্ঞার পর ভেবেছি মাছ পাব। গত দুই মাস যে কষ্টে ছিলাম মাছ পেলে হয়তো কষ্টটা কষ্ট মনে হতো না; কিন্তু যে পরিমাণ ইলিশ মাছ পাই, তা একেবারেই সামান্য। এ দিয়ে তো নৌকার তেলের খরচ ওঠে না। আর সংসার চলবে কী করে? 

চাঁদপুর মৎস্য ও বণিক সমিতির সভাপতি মানিক জমাদার বলেন, বিগত বছর নিষেধাজ্ঞার পরে যা মাছ এসেছে তাতে ঘাট সরগরম ছিল; কিন্তু এ বছর জেলেদের জালে ভালো মাছ ধরা পরছে না। তাই ঘাটেও মাছ কম। পদ্মা- মেঘনায় ইলিশ নেই। তবে আশা করছি, আগামী জুন-জুলাই মাস থেকে জেলেরা ইলিশ পাবেন। তখন আমদানিও বাড়বে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh