ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৩০ নেতাকর্মী আহত

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৭:০১ পিএম

ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

হাইকোর্ট মোড়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রদলের ৩০ এর অধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে দলটির নেতারা। আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে হাইকোর্ট মোড়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও দোয়েল চত্বরসহ ক্যাম্পাসের সব পয়েন্টে অবস্থান নেন। ছাত্রদল স্লোগান দিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় দুই পক্ষের হাতেই লাঠিসোটা, দেশীয় অস্ত্র দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল মিছিল নিয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষই ইট পাটকেল নিক্ষেপ করে।  

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেন বলেন, ছাত্রলীগের হামলায় আমাদের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। অনেকের মাথা ফেটে গেছে। এছাড়া হাইকোর্ট প্রাঙ্গণে নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করা হয়েছে।

তিনি বলেন, আমরা এখনো সব নেতাকর্মীর তথ্য পাইনি। নেতাকর্মীরা আটকা পড়ায় তাদের হাসপাতালেও নেওয়া যাচ্ছে না।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ৫-৬ জন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে শাহাবুদ্দিন নামে একজনের কপাল কেটে গেছে। অন্যদের গুরুতর কোনো আঘাত নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh