৪ বছর পর সাকিবের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৯:৪৯ পিএম

সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকার স্যাবাইনা পার্কে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।

সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকার স্যাবাইনা পার্কে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।

প্রায় ৪ বছর পর টেস্ট ক্রিকেটে ৫ উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। যা নিষেধাজ্ঞা থেকে প্রত্যাবর্তনের পর সাকিবের প্রথম। সাকিবের এই পাঁচ উইকেটের সুবাদেই বড় লিড নিতে পারেনি শ্রীলঙ্কা।

সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকার স্যাবাইনা পার্কে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেবার ৩৩ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট।

২০০৭ সালে ক্যারিয়ার শুরুর পর ২০১৮ পর্যন্ত খুব কম বছরই গেছে যে বছর পাঁচ উইকেট পাননি সাকিব। তবে ২০১৮ সালের পর এবার অপেক্ষার পালা দীর্ঘই হচ্ছিল। যদিও এই সময়কালে সাদা পোশাকে নিয়মিত ছিলেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কার ইনিংসের ৯টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন সাকিব-ইবাদাত। আরেকটি উইকেট রান আউট। এর আগে ৩ বার কোনো ইনিংসের সবগুলো উইকেট নিয়েছিলেন ভাগাভাগি করে নিয়েছিলেন বাংলাদেশের দু-জন বোলার। সেই ৩ বারের ৩টিতেই আছে সাকিব আল হাসানের নাম।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh