ছাত্রলীগকে সামলাতে প্রধানমন্ত্রীকে আহ্বান সাকির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২২, ১০:৫৭ পিএম

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি- সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি- সংগৃহীত

ছাত্রলীগকে সামলাতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস সালামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ মে) দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘প্রধানমন্ত্রী, ছাত্রলীগকে সামলান। ছাত্রলীগ তার অতীত গৌরবকে পদদলিত করে বর্তমান বাংলাদেশে সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। আর এভাবে চলতে থাকলে বাংলাদেশের মানুষ আপনাদের ধাওয়া করবে।’

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘ভোট ছাড়া ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষের ওপর হামলে পড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই সরকার। যখন রাজনৈতিকভাবে পায়ের তলায় মাটি থাকে না, তখনই গায়ের জোর দেখাতে হয়।’

সমাবেশে সংহতি বক্তব্য প্রদান করেন নাগরিক আন্দোলনের নেতা মহিউদ্দিন আহমেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয় ইমরান ইমন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য বহ্নিশিখা জামালি, জেএসডি’র কার্যকরী সাধারণ সম্পাদক স্বপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান, কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জন দাস প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh