চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৪:১৫ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

আজ রবিবার (২৯ মে) সকাল ১০টা ২০ মিনিটে জেদ্দা থেকে আসা বিজি-১৩৬ ফ্লাইটে শফি নামে ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান সাম্প্রতিক দেশকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেদ্দা থেকে আসা বিজি ১৩৬ ফ্লাইটের ওপর নজরদারি ছিল আমাদের। সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফ্লাইটটি অবতরণ করে। পরে যাত্রীদের লাগেজ ও ব্যাগ স্ক্যান করা হয়। এ সময় শফির সাথে থাকা একটি কার্টুন স্ক্যান করা হয়। কার্টুনের ভেতরে আয়রন মেশিনের নিচে বড় রকমের ব্যাটারির চার্জারের নিচে লাইটারের চার্জারের ভেতরে লুকানো অবস্থায় ৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh