উত্তরপত্রে গালাগালি লিখলো শিক্ষার্থীরা!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২২, ০৭:২৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মাধ্যমিকের পরীক্ষায় বসে উত্তরপত্রের জায়গায় গালিগালাজ লেখার বিচিত্র এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষকরা।

সম্প্রতি শিক্ষার্থীদের এমনকাণ্ডে অবাক হয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃপক্ষ ও অভিভাবকরাও।

সূত্রের খবর, প্রতিবছরই বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের উত্তরপত্র বাতিল করতে হয়। এর পেছনে বেশ কিছু বিষয় নজরে আসে। কেউ এমন উত্তর লিখেছে, যার সঙ্গে কোনও সংশ্লিষ্টতা নেই মূল বিষয়ের। কোনও প্রশ্নের উত্তর না লিখে পাস করিয়ে দেওয়ার অনুরোধের নজিরও রয়েছে।  

এ বছর মাধ্যমিকের খাতা দেখে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে মাথায় হাত সংশ্লিষ্টদের। মাধ্যমিকের উত্তরপত্রে গালিগালাজ লিখে পরীক্ষার খাতা ভরিয়েছে কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় ডেকে পাঠানো হয়েছে ওই অভিভাবকদের। পর্ষদের কলকাতার দফতরে এসেছিলেন সন্তানদের সঙ্গে নিয়েই। শিক্ষার্থীদের সামনেই খাতা খুলে দেখানো হয়।

সন্তানের এমন কাণ্ডে কান্নায় ভেঙে পড়েন এক অভিভাবক। কোনো অভিভাবক আবার কর্মকর্তাদের সামনেই সন্তানকে মারধর করেন।

গত বছর করোনার কারণে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় পরীক্ষা। এ বছর আগের নিয়মে আবারও হলে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থীরা। জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিক ফলপ্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh