বিদ্যুৎ বিল না দিলে সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৫:৩৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ না করা প্রতিষ্ঠানগুলোর সংযোগ বিচ্ছিন্নের কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ জুন) দেশের উত্তরাঞ্চলে স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের অনুমোদনকালে একনেক সভায় তিনি এ নির্দেশ দেন।

এদিকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ও সময় বাড়িয়ে সংশোধনী আনা হয়েছে সভায়।

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার কোটি টাকা পাওনা। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হলেও, তাতে আশানুরূপ সফলতা আসেনি। এসব অনিয়ম প্রতিরোধে প্রি পেইড মিটারে জোর দিচ্ছে সরকার।

একনেক সভায় রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৭১২ কোটি টাকা। দুই বছর পর স্বশরীরে একনেক সভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি নির্দেশ দেন বকেয়া বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার।

সভাশেষ পরিকল্পনামন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি।

এদিকে ২০১৭ সালে অনুমোদন হলেও ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়নি। তাই ব্যয় ও চারবছর সময় বাড়িয়ে প্রকল্পের প্রথম সংশোধনী আনা হয়েছে সভায়। চীনা ঋণ জটিলতায় প্রকল্পটি এতদিন এগোয়নি বলে জানানো হয়।

একনেক সভায় দারুল আরকাম মাদ্রাসা স্থাপন, পশ্চিমাঞ্চল রেলের সংস্কার, সাসেকের আওতায় স্থলবন্দর ও রাজস্ব বিভাগের উন্নয়নসহ মোট ৯ প্রকল্প অনুমোদন দেয়া হয়। মোট ব্যয় হবে ২ হাজার ৬শ৬৫ কোটি টাকা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh