বরিশালে চাল মজুদ করায় ৩ আড়তদারকে অর্থদণ্ড

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৭:১৯ পিএম

ভ্রাম্যমাণ আদালত। ছবি: বরিশাল প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালত। ছবি: বরিশাল প্রতিনিধি

অবৈধভাবে চাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরীর অভিযোগে বরিশালের ৩ আড়তদারকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার (১ জুন) বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় ও কামরুন্নাহার তামান্না।

পৃথক ২টি টিম বরিশাল নগরীর বাজার রোড, ফরিয়া পট্টি, সাগরদী বাজারসহ নগরীর বিভিন্ন চালের আড়তে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে চাল মজুদকরে বাজারে কৃত্রিম সংকট তৈরী, অধিক মুনাফায় চাল বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ না করায় ৩ চালের আড়তকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh