আর আদালতে হাজিরা দিতে হবে না পরীমণিকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২২, ০২:১৯ পিএম | আপডেট: ০৩ জুন ২০২২, ১২:০৬ এএম

স্বামী শরিফুল রাজকে নিয়ে আদালতে হাজিরা দেন চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

স্বামী শরিফুল রাজকে নিয়ে আদালতে হাজিরা দেন চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

শারীরিক অবস্থা বিবেচনায় আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে মাদক মামলায় সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না বলে জানিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ঢাকার বিশেষ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।

এদিন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এ বিষয়ে আদালতের আদেশ চেয়ে আবেদন করেছিলেন।

শুনানির তারিখ থাকায় আজ বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন পরীমণি। আজ জেরায় বিবাদীপক্ষ মামলার বাদী র‌্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমানকে পরীমনির বাসা থেকে মাদক উদ্ধারের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। 

জেরা শেষে আদালত আগামী ১৯ জুলাই পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh