যুক্তরাজ্যে রাজকীয় কুচকাওয়াজে ব্যাঘাত, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২২, ১০:২৯ পিএম

ওই দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি- বিবিসি

ওই দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি- বিবিসি

যুক্তরাজ্যের রানি ২য় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী লন্ডনে সামরিক বাহিনীর বিশেষ কুচকাওয়াজে ব্যাঘাত ঘটানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুন) এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কুচকাওয়াজ উপভোগের জন্য বৃহস্পতিবার সকালের দিকে ব্রিটেনের রানীর কার্যালয় ও অন্যতম আবাস বাকিংহাম প্যালেসের কাছে বুলভার্ড চত্বরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। যথাসময় কুচকাওয়াজ শুরু করে সামরিক বাহিনীও।

কিন্তু কুচকাওয়াজ শুরুর পরপরই দুই ব্যক্তি দর্শকদের ব্যারিকেড পেরিয়ে একজন সড়কে শুয়ে পড়েন এবং অপরজন তার পাশে একটি ব্যানার হাতে দাঁড়িয়ে যান।

এ ঘটনার পর লন্ডন পুলিশ বাহিনীর সদস্যরা তাৎক্ষনিকভাবে ওই দুইজনকে আটক করেন; এবং তাদরে দুজনকেই সড়ক থেকে বের করে নিয়ে যান। এ সময় দর্শকসারিতে উপস্থিত লোকজন তালি দিয়ে পুলিশ সদস্যদের স্বাগত জানান।

এক টুইটবার্তায় লন্ডন পুলিশের পক্ষ থেকে এ সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাজ্যের হাইওয়ে নিরপত্তা আইনের আওতায় কুচকাওয়জের সড়ক থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশের কাজে সহযোগিতা করায় জনগণকে ধন্যবাদও জ্ঞাপন করে যুক্তরাজ্যের পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh