চলছে ‘দাগ’-এর বিশেষ চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ১২:৪২ পিএম

‘দাগ’ চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: সংগৃহীত

‘দাগ’ চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গ্যালারি চিত্রকে ‘দাগ’ শিরোনামে চিত্রকর টুটুল আহমেদের একক চিত্র প্রদর্শনী চলছে। 

প্রদর্শনী থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

গত ২৮ মে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী, নারীবাদী ও পরিবেশবাদী খুশি কবির।

আফসানা মিমি, শায়লা কেয়া, নাসিরুল হক খোকন এবং নিয়াজ মোহাম্মাদ তারেক। ছবি: সংগৃহীত

আগামী ১১ জুন পর্যন্ত এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৫ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh