আলো জ্বললো পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৭:০২ পিএম | আপডেট: ০৪ জুন ২০২২, ০৭:১০ পিএম

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছে

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছে

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ল্যাম্পপোস্ট প্রজ্বলিত। আজ শনিবার বিকেলে পরীক্ষামূলক স্বপ্নের পদ্মা সেতুর বুকে ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হয়েছে। বিকেল পৌনে ৬টার দিকে সেতুর ১৪ নম্বর থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝি বেশ কয়েকটি ল্যাম্পপোস্টে এ বাতি জ্বালানো হয়। 

আজ শনিবার (৪ জুন) সন্ধ্যায় পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছে। তবে কতটি ল্যাম্পপোস্টে এ বাতি জ্বালানো হয়েছে তা তিনি জানাননি।


এদিকে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুর বুকে বিদ্যুৎ বাতি রয়েছে ৪১৫টি। এছাড়া দুই পাশের সংযোগ সড়কে রয়েছে আরো ২০০টি বিদ্যুৎ বাতি। গেলো বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিলো। চলতি বছরের ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট বসানো ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এর পর পুরো সেতুতে কেবল টানা হয়েছে। গেলো ২৪ মে প্রথমে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি সেতুকে বিদ্যুৎ সংযোগ দেয়। ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪২ নম্বর পিলারে এ বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শেষ হয়। এরপর মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিও সেতুতে বিদ্যুৎ সংযোগ প্রদান করে। সর্বসাকুল্যে ৩০ মে প্রতিটি ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শেষ করে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh