শিশুর কামড়ে প্রাণ হারালো গোখরা সাপের বাচ্চা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২২, ১২:৫২ পিএম

মায়ের সাথে শিশু জান্নাতুল। ছবি : সংগৃহীত

মায়ের সাথে শিশু জান্নাতুল। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশুর কামড়ে একটি গোখরা সাপের বাচ্চার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। আজ মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস নামের শিশুটির বাবা রিয়াজুল ইসলাম ও মা শিলা খাতুন।

জান্নাতুলের মা শিলা বলেন, সকালে দেড় বছর বয়সী চাচাতো ভাই কাউসারের সাথে জান্নাতুল ঘরে বসে খেলছিল। খেলতে খেলতে দুইজনই খাটের নিচে চলে যায়। খাটের নিচে থাকা একটা গোখরা সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দিয়ে রক্ত বের করে দেয় জান্নাতুল। এরপর সাপ হাতে নিয়েই খাটের নিচ থেকে বের হয়ে আসে।

পরে প্রায় আধ হাত লম্বা সাপের মৃত বাচ্চা ও জান্নাতুলকে নিয়ে দ্রুত হাসপাতালে যায় পরিবারের সদস্যরা।

সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন জানান, শিশুটিকে সাপের বাচ্চা কামড় দিয়েছে কি না তা ভালোমতো পরীক্ষার জন্য তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনিতে শিশুটির মধ্যে কোনো জটিলতা দেখা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh