মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৭:১৭ পিএম

নিহত জামাল উদ্দিন। ছবি- নোয়াখালী প্রতিনিধি

নিহত জামাল উদ্দিন। ছবি- নোয়াখালী প্রতিনিধি

কুমিল্লার লাকসামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক শিক্ষক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ জুন) সকালে নোয়াখালী-লাকসাম মহাসড়কের পলাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর গ্রমের আখন্দ বাড়ির মৃত হারিছ মিয়ার ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলার কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকালের দিকে অফিসের কাজে কুমিল্লা শিক্ষা বোর্ডে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মাইক্রোবাসে থাকা একজন শিক্ষক নিহত ও অপরজন আহত হন। এছাড়া একজন পথচারীও এতে মারা যান। আহত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।  

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh