পোশাকশিল্প বাঁচাতে বাজেটে উৎসে কর বৃদ্ধি নয়: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৯:৩৪ এএম

পোশাকশিল্প: ছবি: সংগৃহীত

পোশাকশিল্প: ছবি: সংগৃহীত

পোশাকশিল্প বাঁচাতে বাজেটে উৎসে কর কর্তনের হার না বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে এখাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

গতকাল বৃহস্পতিবার (৯ জুন) সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাকখাতসহ রপ্তানি খাতের উৎসে করহার দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শূন্য দশমিক ৫ শতাংশ হারের বর্তমান হার আরো ৫ বছর বহাল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রতি সংগঠনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। 

বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএর পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।

বিজিএমইএ মনে করে, পোশাক খাতের ওপর কর হার না বাড়িয়েও রাজস্ব বাড়ানো সম্ভব।

তথ্য দিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গত অর্থবছর পোশাক রপ্তানি থেকে আয় ছিল ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। এ বছর ৪১ বিলিয়ন ডলার আয়ের আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান কচি রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, আগামীতে বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে আসবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় উৎসে কর কর্তনের হার অপরিবর্তিত রাখার দাবি সরকার মেনে নেবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh