পদ্মা নদীতে ফেরিতে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২২, ১১:২২ এএম

ফেরি রোকেয়াতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

ফেরি রোকেয়াতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় ফেরি রোকেয়াতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

আজ শনিবার (১১ জুন) ভোর সোয়া ৫টার দিকে মাঝিকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ফেরিটি শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিল।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি রোকেয়া শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি চ্যানেলে ঢোকার পর ফেরির একটি কক্ষে আগুন লেগে যায়। সেসময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। ফেরির ওই কক্ষের বিছানা ও আসবাব পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম।

তিনি বলেন, ভোর পৌনে ৫টার দিকে ফেরি রোকেয়া ৩৫ থেকে ৪০টি গাড়ি ও যাত্রী নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিল। মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে কেউ হতাহত হয়নি। 

তিনি আরো বলেন, ফেরিটি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। ফেরিটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে এসেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh