উখিয়ায় রোহিঙ্গা নেতা হত্যা, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২২, ০২:০০ পিএম

রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এ রোহিঙ্গা নেতা আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা।

আজ শনিবার (১১ জুন) দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

মো. কামরান হোসেন জানান, শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে এজাহারের ৪নং আসামি ক্যাম্প-১৯ এর এ-৮ ব্লকের মৃত মো. সলিমের ছেলে মো. হাসিম (৪০), ৫নং আসামি ক্যাম্প-১৬ এর ডি-৬ ব্লকের আব্দুল হাকিমের ছেলে মো. জাবের ও ৬নং আসামি ক্যাম্প-১৬ এর সি-৬ ব্লকের মৃত আবুল কাসিমের ছেলে মো. ইলিয়াছকে (৪০) গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh