সিরিয়ার বিমানবন্দরে হামলা, রাশিয়ার নিন্দা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৪:২২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সিরিয়ার দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ শনিবার (১১ জুন) এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার মাটিতে বোমাবর্ষণ করে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। 

তিনি আরো জানান, সিরিয়ায় বিমানবন্দরে ইসরাইলের উস্কানিমূলক হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। খবর ইরান প্রেসের।

এ হামলায় সিরিয়ার একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় দেশটির বেশকিছু অবকাঠামো ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরের রানওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের বেশিরভাগ ছোড়া ক্ষেপনাস্ত্রই তারা ভূপাতিত করেছে।

ইসরাইল বিগত কয়েক বছর ধরেই দামেস্কসহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছে। তারা বহুবার সিরিয়ার বিভিন্ন অংশে বহুবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে হামলার পর দামেস্ক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সিরিয়া জাতিসংঘকে চিঠি দিয়ে ইসরাইলের হামলা বন্ধের পদক্ষেপ নিতে বলেছে। কিন্তু জাতিসংঘ এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh