ভারতে বিদ্যুৎ বিক্রি করছে নেপাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৫:২২ পিএম | আপডেট: ১১ জুন ২০২২, ০৫:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতে ৩৬৪ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করছে নেপাল। জুন থেকে আগামী নভেম্বর মাসের শেষ পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। 

এতে নেপালের আয় হবে ৪.৭৮ বিলিয়ন রুপি। বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে দেশটির এটি একটি মাইলফলক। 

আজ শনিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল থেকে আমদানি করা বিদ্যুতের ইউনিটপ্রতি দাম রাখা হয়েছে ৭.১৪ রুপি।

এ বছর নেপালে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে হিমালয়ের দেশটিতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে প্রচুর। দেশটি টানা দ্বিতীয় বছরের মতো তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ ভারতের কাছে বিক্রি করছে। 

ভারতের বাজারে ভবিষ্যতেও বিদ্যুৎ বিক্রি অব্যাহত রাখতে চায় নেপাল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh