নিখোঁজ ছেলেকে খুঁজছেন জাবি অধ্যাপক

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৬:০৮ পিএম

শামসুল আরেফিন সাদ

শামসুল আরেফিন সাদ

গত দুইদিন ধরে নিখোঁজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এ এইচ এম সাদতের দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে। গত ৯ জুন তার ছেলে শামসুল আরেফিন সাদ বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।

এবিষয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ শনিবার (১১ জুন) দুপুরে অধ্যাপক এ এইচ এম সাদৎ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিখোঁজ শামসুল আরেফিন সাদ সাভার সেনা পাবলিক স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার বয়স ১৫ বছর এবং উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। সে গত ৯ জুন সকাল সাড়ে ৬টায় স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

অধ্যাপক এ এইচ এম সাদৎ বলেন, ‘গত ৯ জুন শামসুল আরেফিন সাদের স্কুলে পরীক্ষা ছিল। ফলে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। তবে ছুটির পরও বাড়ি না ফিরে আসায় স্কুলে খোঁজ নিয়েছিলাম। তখন জানতে পারি, সাদ পরীক্ষায় অংশগ্রহণ করেনি, স্কুলেও যায়নি। তার স্কুলড্রেস বাসায় আছে। সকালে সে শুধু মোবাইল এবং মোবাইল ফোনের চার্জার নিয়ে বের হয়েছে।’

তিনি আরো বলেন, ‘করোনাকালীন সময়ে সাদ ফ্রি ফায়ারসহ অনলাইন গেইমস খেলতো। সেখানে দেশি-বিদেশি অনেক বন্ধুদের সাথে সাদের পরিচয় হয়। তার নিখোঁজের পেছনে তাদের যোগসাজশ থাকতে পারে। সে তাদের কোনো ট্র্যাপে পড়তে পারে।

সাদ প্রায় সাভার পিজ্জা ক্লাবে যেত জানিয়ে অধ্যাপক সাদৎ বলেন, ‘গত সপ্তাহে সেখানে সে চারদিন গিয়েছে। পিজ্জা খাওয়া ওর উদ্দেশ্য ছিল বলে আমার মনে হয় না। ওখানে সে যেত কোনো গ্রুপের সাথে দেখা করতে। আমার মনে হয় পিজ্জা ক্লাবের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখলে বিষয়টা পরিষ্কার হবে।’

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ‘অধ্যাপক এ এইচ এম সাদৎ তার সন্তানের নিখোঁজের ব্যাপারে জিডি করেছেন। আমরা আইন অনুযায়ী তার সন্তানকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করছি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh