ভাতা বিতরণে অনিয়ম বন্ধ হোক

ওবায়দুল হক

প্রকাশ: ১২ জুন ২০২২, ০১:৫৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বয়স্ক ভাতা সরকারের অন্যতম ভালো উদ্যোগগুলোর একটি। কিন্তু বর্তমানে এই ভাতা বিতরণ নিয়ে চলছে নানা অনিয়ম। বিশেষ করে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের স্বেচ্ছাচারিতায় অনেক উপযুক্ত ব্যক্তি যেমন এ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি প্রয়োজন নেই এমন অনেকেই এ ভাতার সুবিধা পাচ্ছেন।

শুধু বয়স্ক ভাতাই নয়- প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও রেশন কার্ড ইত্যাদির বেশিরভাগই গরিব ও অসহায় ব্যক্তিদের পরিবর্তে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা তাদের পরিচিত পছন্দমতো ব্যক্তিদের দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে এই সব কার্ড অর্থের বিনিময়েও তারা লেনদেন করে থাকেন। এর জন্য দেড় হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। আর এ সমস্ত অনিয়মের কারণে অসহায় দুস্থরা এসব কার্ডের সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। ফলে দুস্থদের সহায়তা করার সরকারি যে উদ্যোগ, তাও আসলে ভেস্তে যাচ্ছে। এসব অনিয়ম দেখার যেন কেউ নেই।

এ ক্ষেত্রে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এসব অনিয়মকারীর বিরুদ্ধে আইনের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।


ওবায়দুল হক
শিক্ষার্থী, ঠাকুরগাঁও সরকারি কলেজ

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh