রূপপুরে আরো এক রুশ নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১০:৫৬ এএম | আপডেট: ১৩ জুন ২০২২, ০১:০৬ পিএম

 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত ইভানভ এ্যান্টন (৩৩) নামে এক রাশিয়ান নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 

গতকাল রবিবার (১২ জুন) রাতে গ্রিনসিটির লিফটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইভানভ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোশেম কোম্পানিতে ইন্সট্রলার হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রকল্পের গ্রিনসিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬নং ফ্ল্যাটে থাকতেন।

প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার স্থানীয় ও চিকিৎসকের বরাত দিয়ে বলেন, রাতে ইভানভ গ্রিনসিটির পাশের একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে রুমে ফেরার সময় লিফট থেকে নেমে পড়ে যান। এ সময় তিনি কয়েকবার বমিও করেন। খবর পেয়ে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরো বলেন, তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডাক্তার তার মৃত্যুর ঘটনাকে সাডেন হার্ট অ্যাটাক বলেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh