নতুন গানে নচিকেতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১১:৩৮ এএম

নচিকেতা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

নচিকেতা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

জীবনমুখী গানের শিল্পী নচিকেতা পশ্চিমবঙ্গের মতো এদেশেও সমান জনপ্রিয়। সম্প্রতি এই কণ্ঠশিল্পী বাংলাদেশের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘শান্তি আসুক ফিরে’। গানটির কথা লিখেছেন এনামুল কবীর সুজন। সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।

এ বিষয়ে গানটির গীতিকার এনামুল কবির সুজন বলেন, ‘এটি একটি যুদ্ধবিরোধী গান। মানবতার কথা তুলে ধরা হয়েছে এই গানে। ইতোমধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বর্তমানে মিউজিক ভিডিওর কাজ চলছে।’ 

গানটি সম্পর্কে জয় শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ‘নচিদার সাথে এটা আমার তৃতীয় কাজ। আগের দুটি গানের কথা ও সুর আমার ছিল। এবার শুধু সুর করেছি। গানের কথার বিষয়ে নচিদা বরাবরই সচেতন। আমিও তাই।’ 

নতুন এই গান নিয়ে নচিকেতা বলেন, ‘জয় আমার প্রিয় সংগীত পরিচালক। ওর গান আমার ভালো লাগে। এর আগেও ওর সাথে কাজ করেছি। এবারের কাজটাও ভালো হয়েছে। আশা করি, শ্রোতারা নিরাশ হবেন না। বাংলাদেশের শ্রোতাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল।’ 

‘শান্তি আসুক ফিরে’ শিরোনামের এই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে। প্রযোজনা প্রতিষ্ঠান রূপকথার ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই প্রকাশ করা হবে গানটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh