১৬ মাস পর লাল বলে ৩ উইকেট মোস্তাফিজের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৩:২৫ পিএম

মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুলের ইনজুরির কারণে বিসিবির চাপের মুখে ১৬ মাস পর উইন্ডিজ সফরে টেস্ট দলে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান। খেলেছেন কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ। 

এর আগে গত বছর ফেব্রুয়ারিতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই চট্টগ্রাম টেস্টে নেমেছিলেন মোস্তাফিজ।  

লাল বল হাতে নিয়েই ভেলকি দেখালেন তিনি। বল করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। মোট ৩ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। ৬ ওভারে অবশ্য ৩৪ রান দিয়ে ফেললেও ৩ উইকেট ঠিকই উড়িয়ে দেন প্রতিপক্ষের। একটি মেডেনও রয়েছে তার মধ্যে।

লাল বলে মোস্তাফিজের দারুণ কামব্যাকের দিনে ম্যাচটি ড্র হয়েছে। ৪ উইকেটে ২০১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা প্রেসিডেন্ট একাদশ ৩৫৯ রান করে ইনিংস ঘোষণা করে।

এর আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩১০ রানে ইনিংস ঘোষণা করেছিল।  

দ্বিতীয় ইনিংসে মাহমুদুল ও মিরাজের সৌজন্যে বাংলাদেশ ২০ ওভারে ১ উইকেটে হারিয়ে ৪৭ রান করেছে। বাংলাদেশ ক্যারিবীয়দের প্রথম ইনিংসের রান থেকে ২ রানে পিছিয়ে থাকাবস্থায় দুদল ড্র মেনে নিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh