একদিনে করোনায় শনাক্ত ১২৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৫:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ১০৯ জন।

আজ সোমবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৯১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দুই দশমিক শূন্য ছয় শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ পাঁচ হাজার ৩৩৭ জন।

এ নিয়ে দেশে এপর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল এক দশমিক ১৪ শতাংশ।

গত ৩০ মে করোনায় একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ২৩ মে করোনায় দুজনের মৃত্যু হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh