বাংলাদেশি দম্পতিকে কৃতজ্ঞতা শশী থারুরের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৫:৩৭ পিএম

শশী থারুর সাথে দম্পতি। ছবি- ফেসবুক

শশী থারুর সাথে দম্পতি। ছবি- ফেসবুক

বাংলাদেশি এক দম্পতিকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের কংগ্রেস দলের আইনপ্রণেতা শশী থারুর।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও আজ সোমবার (১৩ জুন) এক প্রতিবেদনে জানায়, লন্ডনে ট্যাক্সি বিড়ম্বনায় পড়েছিলেন শশী থারুর। ব্রিটিশ লাইব্রেরি থেকে বেরিয়ে ট্যাক্সি পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাকে। ৪৫ মিনিট ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়ে শশী থারুরকে অবশেষে উদ্ধার করেন এক বাংলাদেশি দম্পতি।

এতে বলা হয়, বাংলাদেশি দম্পতি তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের জন্য বের হলে ব্রিটিশ লাইব্রেরির পাশে শশী থারুরকে দাঁড়িয়ে থাকতে দেখেন।

যেহেতু তাদের প্রথম বিবাহবার্ষিকী ছিল, তাই শশী থারুরকে পেয়ে ছবি তুলতে ছুটে যান। কাছে গিয়ে ঘটনা শুনে একটি উবার ডেকে শশী থারুরকে সহায়তা করেন ওই দম্পতি।

ইরফাত ও আজমাইন নামে ওই দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। থারুর দম্পতির সাথে টুইটারে একটি ছবি শেয়ার করেছেন এবং তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। 

টুইটারে তিনি লেখেন, জ্যামের কারণে গাড়ি পাচ্ছিলেন না। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর তারা আমাকে সাহায্য করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh