কুসিক নির্বাচন : প্রচারণার শেষ দিনেও নানা অভিযোগ

আবু সুফিয়ান, কুমিল্লা

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:৪০ পিএম

নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। ছবি : সংগৃহীত

নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। ছবি : সংগৃহীত

আগামী বুধবার (১৫ জুন) কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। আজ সোমবার (১৩ জুন) প্রচারণার শেষ দিনেও নানা অভিযোগ করেছেন মেয়র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। আবার রিফাত নয়, স্থানীয় সংসদ সদস্যকে প্রতিদ্বন্ধী বলেছেন টেবিল ঘড়ি প্রতীকের সাক্কু। ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কায়সার প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত আজ সোমবার (১৩জুন) সকালে নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, নির্বাচনে সাক্কু টাকা ছড়াচ্ছেন। নির্বাচন কমিশন ব্যয়ের সীমা নির্ধারণ করে দিলেও মেয়র প্রার্থী সাককু তা মানছেন না। 

মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। তিনি নিয়মের বাইরে গিয়ে এলাকায় অবস্থান করছেন। এ সময় টাকা ছড়ানোর অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সাক্কু। 

অন্যদিকে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার অভিযোগ করেন, শেষ মুহূর্তে এসে লক্ষ্য করছি নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। অলি-গলিতে ক্যাডাররা মহড়া দিচ্ছে। বিভিন্ন হত্যা মামলার চিহ্নিত আসামিরাও প্রকাশ্যে আসছে। ভোটারদের মাঝে ভয় ও শংকা বাড়ছে। এ বিষয়ে  অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার আবারও দাবি জানাচ্ছি। 

প্রসঙ্গত, আগামী বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি নির্বাচন। তৃতীয় এ কুসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১০৮ জন কাউন্সিলর, ৩৬ জন সংরক্ষিত কাউন্সিলর ও পাঁচ মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। ইভিএমে সিটির ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচনে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে দুইজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।




সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh