ওয়েবসাইটে পরিবেশ দূষণকারীদের নাম প্রকাশের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৭:৩০ পিএম

 ফাইল ছবি

ফাইল ছবি

পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাম প্রকাশে এক সপ্তাহের সময়সীমা বেধে দিয়েছে আদালত।

আজ সোমবার (১৩ জুন) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তথ্য অধিকার আইনের ৬ (১) এবং পরিবেশ আইনের ৪(২) (চ) ধারার বিধান অনুসারে কর্তৃপক্ষ দূষণকারীদের সব তথ্য প্রকাশ করতে আইনিভাবে বাধ্য। কিন্তু পরিবেশ অধিদপ্তর আইনকে অমান্য করে দূষণকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। তাই এ বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

নাম প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না এবং দূষণকারীদের নাম প্রকাশে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বৈধ হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh