বিশ্বব্যাংকের সাথে ৪০০ মিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৯:২৫ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের লোগো। ফাইল ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের লোগো। ফাইল ছবি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, বিশ্বব্যাংকের সাথে ৪০০ মিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

আজ সোমবার (১৩ জুন) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাথে ইকোনমিক এসিলিরেশন অ্যান্ড রেসিলিয়েন্স ফর নেট (আর্ন) প্রকল্প বিষয়ে এক বৈঠকে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২০ লাখ যুবককে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থাগুলো প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকের সাথে একযোগে কাজ করবে।

এসময়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের মানব সম্পদ বিষয়ক পরিচালক মিস. লিন্নে ড. শেরবার্ন-বেঞ্জ উপস্থিত ছিলেন।

বৈঠকে তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে যেসব মহিলা নেট পর্যায়ে রয়েছে, তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। আমরা আশা করছি, এ প্রকল্পের সব কার্যক্রম ত্বরান্বিত করে আগামী বছরের শুরুতে এ প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে। এবিষয়ে বিশ্বব্যাংক সর্বাত্মক সহযোগিতা করবে।

বৈঠকে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh