ইয়াবা মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৮:২৬ পিএম

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। ছবি: কক্সবাজার প্রতিনিধি

ইয়াবার মামলায় কক্সবাজারে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোহাম্মদ হোসেন। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে।

আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রনজিত দাশ জানান, দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আহমদের সন্তান। ২০১৩ সালে ৯ হাজার ৮৫০ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল মোহাম্মদ হোসেন। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায়  আদালত এ আদেশ দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh