মজা করে 'অশ্লীল' নাচ, বিতর্কে মীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৯:২৭ পিএম

অভিনেতা মীর আফসার আলী। ছবি- সংগৃহীত

অভিনেতা মীর আফসার আলী। ছবি- সংগৃহীত

দর্শককে নানাভাবে আনন্দ দিয়ে থাকেন ‘মীরাক্কেল’ খ্যাত উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। তবে এবার নিজেকে নিয়ে মজা করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৪ জুন) বিকেলে একটি ভিডিও ক্লিপ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মীর। 

ভিডিওতে দেখা যায়, হোটেল রুমের খাটে দাঁড়িয়ে ‘তুমি কেন সরে আছো’ শিরোনামের একটি ‘আইটেম গান’ গাইছেন মীর! সেই সঙ্গে নানান অঙ্গ ভঙ্গিতে নাচছেন! হ্যাশট্যাগে ‘ভীমরতি’ শব্দটি লিখে জানিয়েছেন,‘মাঝেমাঝে আমাদেরও একটু মজা করতে ইচ্ছে করে।’

আর তাতেই মীরের কমেন্ট সেকশনে নেটিজেনদের তুলোধুনো! কেউ স্যান্ডির সাথে তুলনা করছেন, আবার কেউ তাকে বলছেন নব্য রোদ্দুর রায়! মন্তব্যের ঘরে স্বয়ং স্যান্ডি সাহা বললেন, ‘মার্কেটে নতুন প্রতিযোগী!’। যে মন্তব্যটিতে পড়ছে অসংখ্য হা হা রিয়েক্ট!

এমন ভিডিও দেয়ায় সাধারণ ভক্তদের অনেকে মনক্ষুণ্ন হয়েছেন। অন্তত তাদের মন্তব্যে এমনটাই দেখা গেছে। আখতারুজ্জামান আজাদ নামের একজন লিখেছেন, মীর ভাই, বুদ্ধিবৃত্তিক উপায়ে মানুষকে আনন্দ দেওয়ার যে সক্ষমতা আপনি রাখেন, আপনার সেরেফ যে মিমিক্রি-ক্ষমতা, আপনার যে সুগভীর রসবোধ; তা দিয়েই আপনি সবাইকে আমৃত্যু মাতিয়ে রাখতে পারেন। আপনি দুই বাংলার সেরা উপস্থাপকদের একজন। এ ধরনের ভিডিওধারণ ব্যক্তিগত পর্যায়ে ঠিক আছে, নিজেরা নিজেরা মজা করার জন্য এসব করা যেতেই পারে। কিন্তু এমন বিবমিষা উদ্রেককারী ভিডিও জনসম্মুখে প্রকাশ করা আপনার জন্য একেবারেই নিষ্প্রয়োজন।

আর্থ কিশোর নামের একজন লিখেছেন, ‘এর থেকে ভাল আনন্দ আপনার মিমিক্রিতে আছে। অযথা নিজেকে কেন সস্তা করতে চাইলেন সেটা বুঝলাম না।’

সোয়েব হোসেন নামের এক ভক্ত লিখেছেন, ‘আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও সত্যিই আশা করিনি। অপ্রিয় হলেও সত্য এগুলা নিজের ব্যাক্তিত্বের উপর প্রশ্ন রেখে যায়।’

জানা গেছে, শহরের এক পাঁচতারা হোটেলে শুটিং ছিল মীরের। টানা শুটিং করতে করতে একঘেয়ে লাগছিল তার। তখই একান্ত মজার ছলেই এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি! শুধুমাত্র নীল রঙের পাঞ্জাবি ছিল মীরের পরনে। সেই অবস্থাতেই সাদা ধবধবে বিছানার উপর উঠে দাঁড়িয়ে পড়েন তারকা। তারপর গান করতে করতে নাচতে থাকেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh