সৌদি যুবরাজের সাথে দেখা করবেন বাইডেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২২, ১০:০৪ পিএম | আপডেট: ১৪ জুন ২০২২, ১০:৩৬ পিএম

মোহাম্মদ বিন সালমান ও জো বাইডেন। ছবি- সংগৃহীত

মোহাম্মদ বিন সালমান ও জো বাইডেন। ছবি- সংগৃহীত

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী মাসে বাইডেনের মধ্যপ্রাচ্য সফরকারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে আজ মঙ্গলবার (১৪ জুন) জানিয়েছে হোয়াইট হাউজ।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ১৩ থেকে ১৬ জুলাই মধ্যপ্রাচ্যে সফর করবেন প্রেসিডেন্ট বাইডেন। প্রথমে তিনি ইসরায়েল সফর করবেন এবং পরে তিনি সৌদি আরব যাবেন। 

২০১৮ সালে তুরস্কে সৌদি কনস্যুলেটে খুন হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। ওই ঘটনায় সৌদি যুবরাজের সম্পৃক্ততা ছিলো বলে তদন্তকারীরা ইঙ্গিত দিয়েছিলেন। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে বাইডেন যুবরাজকে ‘ফরিয়াহ’ বলে আখ্যা দিয়েছিলেন। এমনকি চলতি মাসের শুরুর দিকে হোয়াইট জানিয়েছিল, প্রেসিডেন্ট বাইডেন এখনও যুবরাজকে ‘ফরিয়াহ’ বলে বিবেচনা করেন।

আজ মঙ্গলবার (১৪ জুন) মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্য সফরকালে বাইডেন সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যদি বাইডেন যদি মনে করেন ‘কোন নির্দিষ্ট নেতার সঙ্গে সম্পৃক্ত হলে তার স্বার্থ উদ্ধার হবে এবং এ ধরনের সংশ্লিষ্টতায় ফল আসবে তাহলে তিনি তা করবেন।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh