তৃষ্ণার্ত বন্য ভালুকের আক্রমণে আহত ৭

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১২:০১ এএম

ভারতে তৃষ্ণার্ত ভালুকের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। ছবি: রয়টার্স

ভারতে তৃষ্ণার্ত ভালুকের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। ছবি: রয়টার্স

ভারতে একটি তৃষ্ণার্ত বন্য ভালুকের আক্রমণে অন্তত ৭ আহত হয়েছেন। আহতের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ জুন) সকালে ভারতের মধ্য প্রদেশ রাজ্যের শিবপুরী জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিবপুরী জেলার গাজীগড় গ্রামে মঙ্গলবার সকালের দিকে ওই ভালুকটি পানির সন্ধানে প্রবেশ করে। স্থানীয় বন কর্মকর্তা অশোক কুমার শর্মার বরাত দিয়ে এনডিটিভি বিষয়টি নিশ্চিত করেছে। 

ওই বন কর্মকর্তা জানিয়েছেন, ভালুকটি গতকাল মঙ্গলবার (১৪ জুন) সকাল ৭টার দিকে যখন গ্রামে প্রবেশ করে তখন গ্রামের লোকজন একটি পানির ট্যাংকারের সামনে জড়ো হয়েছিলেন পানি সংগ্রহের উদ্দেশে। পরে ভালুকটি তাঁদের পেছন দিক থেকে আক্রমণ করে। এ সময় ভালুকটির আক্রমণে ৭ জন আহত হন। আহতদের মধ্যে একজন সত্তরোর্ধ্ব বৃদ্ধও রয়েছেন। 

ওই কর্মকর্তা আরো বলেন, আহতের মধ্যে ৫ জন মধ্যবয়স্ক। তাদের স্থানীয় শিবপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অশোক কুমার শর্মা আরো বলেন, ‘খুব সম্ভবত ভালুকটি পানির সন্ধানে গ্রামটিতে প্রবেশ করেছিল। তবে এর আগে কখনোই এই এলাকায় এমন বন্যপ্রাণীর অনুপ্রবেশ ঘটেনি।’ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh