৮ বছর পর টেস্ট দলে এনামুল বিজয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১০:২৯ এএম | আপডেট: ১৬ জুন ২০২২, ১০:৩০ এএম

এনামুল হক বিজয়

এনামুল হক বিজয়

দীর্ঘ আট বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। ২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই শেষ টেস্ট খেলেছিলেন তিনি। পিঠের ইনজুরিতে পড়ায় উইন্ডিজ সিরিজ থেকে ছিটকে পড়েছেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি। তার জায়গাতেই ডাক পেয়েছেন বিজয়।

ক্যারিবীয়দের বিপক্ষে আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন বিজয়। তবে টেস্ট দলে ছিলেন না। রাব্বি ছিটকে পড়ায় এবার সে সুযোগও পেলেন তিনি।

তবে আজ বৃহস্পতিবার (১৬ জুন) থেকে অ্যান্টিগাতে শুরু হওয়া টেস্টে তিনি থাকতে পারছেন না। ঢাকা থেকে আগামীকাল শুক্রবার (১৭ জুন) অ্যান্টিগার বিমান ধরার কথা রয়েছে বিজয়ের। ভাগ্য ভালো থাকলে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন তিনি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh