গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১২:১৪ পিএম

ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় সকালে। ছবি : সংগৃহীত

ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় সকালে। ছবি : সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুরের ভাওয়াল এলাকায় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি রাজেন্দ্রপুরে লাইনচ্যুত হয়েছে। আপাতত ঢাকার সাথে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সকাল ৮টার দিতে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিয়ে সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায়। রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছার আগেই ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। 

তিনি বলেন, বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন লাইনচ্যুতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বগিটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh