বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ফাউচি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১২:২৫ পিএম

ড. অ্যান্থনি ফাউচি

ড. অ্যান্থনি ফাউচি

যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের (ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস - এনআইএআইডি) পরিচালক ও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি করোনায় আক্রান্ত হয়েছেন। 

গতকাল বুধবার (১৫ জুন) এক বিবৃতিতে এনআইএআইডি জানিয়েছে, করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ার পর ৮১ বছর বয়সী ফাউচি সুস্থ আছেন। তার শরীরে করোনার উপসর্গ মৃদু এবং তিনি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম দুই ডোজ ও দুটি বুস্টার ডোজ নিয়েছেন। তাকে অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড দেওয়া হচ্ছে।

এনআইএআইডি আরো জানিয়েছে, অ্যান্টিজেন টেস্টে ফাউচির করোনা শনাক্ত হয়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কোভিড সংক্রান্ত নির্দেশনা মেনে তিনি এখন বাড়ি থেকে কাজ করবেন। করোনা নেগেটিভ হলেই জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটস (এনআইএইচ) ক্যাম্পাসে সশরীরে কাজে ফিরবেন তিনি।

সাম্প্রতিক সময়ে তিনি বাইডেনের সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে এনআইএইচ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh