শাহ আমানতে স্বর্ণ ও শিশাসহ দুবাইফেরত যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১২:৫৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি শিশাসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৬ জনি) সকাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ ও শিশাসহ মাসুদ রানা নামে একজনকে আটক করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাসুদ রানাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট- বিজি ১৪৮ অবতরণের পর যাত্রীরা নেমে এলে মাসুদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে কাস্টমস গোয়েন্দারা তাকে আটক করে তার লাগেজ তল্লাশি করে। সেখান থেকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা জব্দ করা হয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh