রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০২:২২ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এক স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। 

রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুন) সকালে তার মৃত্যু হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার রাতে উখিয়ার বালুরমাঠের ২ নম্বর ক্যাম্পে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে আহত হন সলিমুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবক। তাকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। সলিমুল্লাহ ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন।

নাইমুল হক জানান, মরদেহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh