টেকনাফে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০২:৩৩ পিএম

র‌্যাব-১৫ এর আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

র‌্যাব-১৫ এর আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থেকে ৬টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ মোক্তার হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। 

র‌্যাবের দাবি, আটককৃত মোক্তার হোসেন একজন অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকারী।

আটককৃত মোক্তার হোসেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমপাড়ার হাজী নুর আলীর ছেলে।

অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ৩টি ওয়ানশুটারগান, ১টি ডিবিবিএল, ১টি এসবিবিএল, ১টি থ্রি কোয়াটারগান। এছাড়া ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে র‌্যাব-১৫ এর আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া সাকিনস্থ নুরুল হুদা মেম্বারের আম বাগানের দক্ষিণ পাশে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

র‌্যাব অধিনায়ক আরো জানান, আটককৃত মোক্তার যে সন্ত্রাসীদের হাতে অস্ত্র বিক্রি করতো তাদের তথ্য পাওয়া গেছে। তাদেরও ধরতে অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh