প্রকাশ পেল কাতার বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৪:১১ পিএম

এ পোস্টার নকশা করেছেন বুথায়না আল মুফতাহ নামে কাতারের এক নারী চিত্রশিল্পী।

এ পোস্টার নকশা করেছেন বুথায়না আল মুফতাহ নামে কাতারের এক নারী চিত্রশিল্পী।

কাতার বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার প্রকাশ করল ফিফা। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে এ পোস্টার উন্মুক্ত করে আয়োজকরা। এর চিত্রকর কাতারের নারী চিত্রশিল্পী বুথায়না আল মুফতাহ।

প্রথম পোস্টে দেখানো হয়েছে দেশটির ঐতিহ্যবাহী মাথা ঢাকার কাপড় উদযাপনের ভঙ্গিমায় ছুড়ে দেওয়া হচ্ছে উপরে, যাতে প্রকাশ পেয়েছে কাতার ও আরব বিশ্বের ফুটবল উন্মাদনা।

এই ধরনের সাতটি পোস্টারে দেখানো হয়েছে আরব বিশ্বের ফুটবলপ্রীতি এবং এটি যে পরিবারকে একত্রিত করে সেটাও বোঝানো হয়েছে।

আল মুফতাহ বলেছেন, ‘বেশ কিছু স্মৃতির ধারণা ছিল আমার প্রধান অনুপ্রেরণা। আমার পোস্টার দিয়ে আমি কাতারের ফুটবল সংস্কৃতির গল্প বলতে চেয়েছি। কাতারে ফুটবলপ্রীতি ও উদযাপন দেখাতে চেয়েছি প্রত্যেক পোস্টারে। প্রথম পোস্টারে দেখাতে চেয়েছি ‘গুত্রা ও ইগাল’ উদযাপনের ভঙ্গিতে উড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা এখানকার ভক্তরা গোল হলে করে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh