বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা যেভাবে দেখা যাবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৪:২৯ পিএম

টেস্ট সিরিজের ট্রফি হাতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট ও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: এএফপি

টেস্ট সিরিজের ট্রফি হাতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট ও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: এএফপি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বি-জাতি এই ক্রিকেট সিরিজে মোট ৮টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথমে ৫ দিনের ২টি টেস্ট ম্যাচ, তারপর ৩টি টি-টোয়েন্টি এবং সবার শেষে হবে ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) শুরু হচ্ছে প্রথম টেস্ট। দেশীয় টিভি চ্যানেলের সাথে কন্সোরটিয়ামের আভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি দেশের কোন টিভি চ্যানেলে দেখানো হবে না। দুঃখজনক হলেও এই সিরিজ সরাসরি উপভোগের জন্য বাংলাদেশি ক্রিকেটপ্রেমিদের নির্ভর করতে হবে বিদেশি চ্যানেলগুলোর উপর।

স্টার স্পোর্টস, সুপার স্পোর্টস, এবং সনিতে টাইগার বনাম ক্যারিবিয়ানদের ক্রিকেট যুদ্ধ দেখা যাবে। এছাড়া ডিজনি+ হুটস্টার-এর প্রিমিয়াম গ্রাহকরা বাংলাদেশ থেকেও দেখতে পারবেন খেলাগুলো।

দেশের বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মটির চুক্তি থাকায় এয়ারটেলের গ্রাহকগণও বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখার সুবিধা পাবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh