সাড়ে ৩০০ ছাড়াল করোনা শনাক্ত

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৬:২১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে শনাক্তের পরিমাণ বেড়েছে। একদিনে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন। এর আগে গতকাল বুধবার (১৫ জুন) শনাক্ত হয়েছিল ২৩২ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩১ জন, মোট শনাক্ত ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন।

আজ বৃহস্পতিবার (১৬ জুন ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত একদিনে শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ১১৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়,গত একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২২৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২০০টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৫ হাজার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত একদিনে শনাক্তের হার  ৫ দশমিক ৭৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh