টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৭:৫৭ পিএম | আপডেট: ১৬ জুন ২০২২, ০৮:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে খানিক পর। অ্যান্টিগার স্যার ভিভান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

টস জিতলে এই উইকেটে সাকিব আল হাসানও ব্যাট করার সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন। তবে টস হারলেও উইকেটে রান দেখছেন সাকিব। শেষ ইনিংসে স্পিনারদের জন্য রসদ দেখছেন বাংলাদেশ অধিনায়ক। একাদশে থাকা দুই স্পিনার তাই রাখতে পারেন ভূমিকা। 

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও তাদের একাদশে একজন স্পিনার রেখেছে। অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার গুদেকেশ মোতির। বাংলাদেশ একাদশ অনুমিতই। উইকেটকিপার হিসেবে নুরুল হাসান সোহান খেলায় বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন। একাদশে বাংলাদেশ রেখেছে তিন পেসার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও খালেদ আহমদ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh