ব্রিটেনে মাঙ্কিপক্স আক্রান্ত ৫ শতাধিক ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১১:৫৯ পিএম

মাইক্রোস্কোপে মাঙ্কিপক্স ভাইরাস কণা। ছবি- সংগৃহীত

মাইক্রোস্কোপে মাঙ্কিপক্স ভাইরাস কণা। ছবি- সংগৃহীত

ব্রিটেনে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা এখন ৫ শতাধিক ছাড়িয়ে গেছে।  

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি(ইউকেএইচএসএ) জানিয়েছে, ইংল্যান্ডে নতুন করে ৫২ জন স্কটল্যান্ড এবং ওয়েলসে ১ জনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত করা হয়েছে। এর ফলে ফলে ব্রিটেনে এখন পর্যন্ত মোট ৫২৪ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ইংল্যান্ডে ৫০৪, স্কটল্যান্ডে ১৩, নর্দার্ন আয়ারল্যান্ডে ২ এবং ওয়েলসে ৫ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইউকেএইচএসএ জানিয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত কারো সাথে যৌন সম্পর্কে ঘনিষ্ঠ হলে এ ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বেড়ে যায়। তবে বর্তমানে পুরুষদের মধ্যেও এই রোগ ছড়িয়েছে। বিশেষ করে যারা সমকামী, উভকামী বা পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করছে তারাও মাঙ্কিপক্সের ঝুঁকিতে রয়েছে।  

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তারা মাঙ্কিপক্সের নতুন নামকরণ করবে। এ নিয়ে আগামী সপ্তাহে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh