উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে গোলাগুলি, গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১১:৪৮ এএম

উখিয়া থেকে উদ্ধারকৃত গোলাবারুদ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

উখিয়া থেকে উদ্ধারকৃত গোলাবারুদ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক বিদেশী অস্ত্র ও ৪৯১ রাউন্ড তাজাগুলি।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) রাত আনুমানিক ১১ টার দিকে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে ৮ এপিবিএনের টহলদলকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে আত্মরক্ষায় গুলি ছোঁড়ে এপিবিএন সদস্যরা। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে বিদেশি অস্ত্র ও ৪৯১টি তাজাগুলি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসাইন।

তিনি বলেন, ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বাড়ানো হয়েছে তৎপরতা।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে ওই ক্যাম্পের বি-ব্লকের হেড মাঝি আজিম উদ্দিনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত আজিম উদ্দিনের স্ত্রীর দায়ের করা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পাঁচজন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh