টেকনাফ থেকে অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১২:২৪ পিএম

উদ্ধারকৃত অস্ত্র। ছবি: কক্সবাজার প্রতিনিধি

উদ্ধারকৃত অস্ত্র। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এপিবিএন সদস্যরা। 

গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএনের কমান্ডো টিমসহ ৮০ জন সদস্যের একটি টিম বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের সাহায্যে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পাহাড়ি এলাকায় গুহার মধ্যে অজ্ঞাতনামা ডাকাতদল কর্তৃক লুকিয়ে রাখা ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, অভিযান পরিচালনাকালে ডাকাতদের মধ্যে কাউকেই পাওয়া যায়নি। অজ্ঞাত ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh