ইরাকের কুর্দিস্তানে তুরস্কের ড্রোন হামলা, নিহত ৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৫:৫৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৪ জন জন নিহত হয়েছেন। কুর্দিস্তান ইরাকের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। ওই এলাকায় একটি কুর্দি গোষ্ঠীর ওপরে হামলা চালানো হয়েছে। তুরস্ক সব সময় অভিযোগ করে আসছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখছে। 

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৭ জুন) এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের এ হামলা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এ হামলা তাদের দেশের সাধারণ জনগণের জন্য নিরাপত্তা হুমকিসরূপ।

ইরাক এ হামলা নিয়ে জানিয়েছে, এ হামলার পাল্টা জবাব দেওয়া হবে। তার আগে তুরস্কের সামরিক হামলার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এরপর ইরাক সিদ্ধান্ত গ্রহণ করবে। 

এর আগেও বুধবার (১৫ জুন) ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সিনজার এলাকায় তুরস্ক ড্রোন হামলা চালায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh