কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০১:৩৫ পিএম | আপডেট: ১৯ জুন ২০২২, ০৩:৫০ পিএম

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। গেল কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র জল বিদ্যুৎকেন্দ্রটির ৩নম্বর ইউনিটটি চালু হওয়ায় উৎপাদন বেড়েছে।

আজ রবিবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিটে মোট ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার মধ্যে ২ নম্বর ইউনিটে ৩৯ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৯ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। তবে ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও ৪ নম্বর ইউনিটটি হ্রদে পানির বৃদ্ধি পেলে চালু করা হবে বলে জানান তিনি।

এটিএম আব্দুজ্জাহের আরো জানান, এখন বর্ষা মৌসুম প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে ধীরে ধীরে কাপ্তাই হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে বর্তমানে ৮৯ দশমিক ৭৬ এমএসএল পানি থাকার কথা থাকলেও রবিবার সকাল ৯টা পর্যন্ত ৭৭ দশমিক ৪ এমএসএল পানি রয়েছে।

প্রসঙ্গত, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। কাপ্তাই হ্রদে পানি সংকটের কারণে ৫টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট চালু ছিল। এখন মোট তিনটি ইউনিট চালু হলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh