অস্ট্রেলিয়ায় ড. আবুল হাসনাৎ মিল্টনের বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সম্মাননা লাভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০২:২৯ পিএম

অস্ট্রেলিয়ায় সম্মাননা গ্রহণ করছেন  ড. আবুল হাসনাৎ মিল্টন । ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সম্মাননা গ্রহণ করছেন ড. আবুল হাসনাৎ মিল্টন । ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধুর ভাষণ ইংরেজিতে অনুবাদ করে বঙ্গবন্ধুর রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন আর দর্শনকে বিশ্ব দরবারে আন্তর্জাতিক ভাষায় পৌঁছে দেবার জন্য দেশের বাইরে প্রথমবারের মতো পুরস্কৃত ও সম্মানিত হলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ ও লেখক ড. আবুল হাসনাৎ মিল্টন। অস্ট্রেলিয়ার বিশিষ্ট শিল্প গ্রুপ জেমকোর পক্ষ থেকে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য প্রতি বছর অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় প্রবাসীদের ‘জেমকো অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এবছর মোট বারোজনকে এই পদক প্রদান করা হয়।

গতকাল শনিবার (১৮ জুন) সন্ধ্যায় সিডনির ব্লাকটাউন লেইজার সেন্টারে আয়োজিত উক্ত পদক প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদের বিরোধীদলীয় নেতা ও লেবার পার্টির রাজ্য প্রধান ক্রিস মিনস, প্যারাম্যাটা সিটি কাউন্সিলের লর্ড মেয়র ডোনা ডেভিস ও ডেপুটি লর্ড মেয়র সামির পাণ্ডে, প্রমুখ।


পুরস্কার প্রাপ্তির পর ড. আবুল হাসনাৎ মিল্টন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হলে গর্বে বুকটা ভরে যায়। ইতিহাসের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবার জন্যই আমি এই কঠিন কাজটি করেছি। আমার এই কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবার জন্য জেমকোসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের অক্টোবরে মার্কিন প্রকাশনা সংস্থা হে পাব্লিশিং হাউজের সহযোগী প্রতিষ্ঠান বালবোয়া প্রেস অব অস্ট্রেলিয়া থেকে     ‘ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটিতে ড. আবুল হাসনাৎ মিল্টন বঙ্গবন্ধুর পঁচিশটি ভাষণ ইংরেজিতে অনুবাদ করেন। গ্রন্থটি আমাজন, বুকটোপিয়াসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে গ্রন্থটির পরিবেশনার দায়িত্বে রয়েছে অন্বেষা প্রকাশন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh